শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাঞ্জাব ও হারিয়ানায় সোয়াইন ফ্লুতে আরো ১১ জনের মৃত্যু

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আরো ১১ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ২৪ জন। ১১ জনের মধ্যে পাঞ্জাবে গত চারদিনে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৭ জনের প্রাণহানি ঘটে। অপরদিকে হরিয়ানাতে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজন ব্যক্তির মৃত্যুর সংবাদ জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এ বিষয়ে রাজ্যের একজন কর্মকর্তা গনদ্বীপ সিং গ্রোবার জানান, সোয়াইনফ্লুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, এই ঘটনায় পাঞ্জাব থেকে সোয়াইনফ্লু পরীক্ষার জন্য ১৬৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৫১টি আশঙ্কামুক্ত ছিল। হারিয়ানার একজন কর্মকর্তা অপরাজিতা বলেন, সোয়াইফ্লুতে যে চারজন ব্যক্তির মৃত্যু হয়েছে তার মধ্যে তিনজনই ছিল নারী। হরিয়ানা থেকে সোয়াইনফ্লু শনাক্তের জন্য যে ৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ১৩টি নমুনা আশঙ্কামুক্ত ছিল। সোয়াইনফ্লুতে আক্রান্ত হয়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ভারতের চ-িগড়। এখান থেকে পরীক্ষার জন্য ২১টি নমুনা সংগ্রহ করা হলে তার মধ্যে তিনটি আশঙ্কামুক্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন