শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হোল্ডিং সেন্টারে নাগরিকত্ব যাচাই হবে ভারতে রোহিঙ্গাদের ধরপাকড় শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে ১৬০ জনের বেশি রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিপীড়িত এই সংখ্যালঘু জনগোষ্ঠীর অভিযোগ মিয়ানমারে যা ঘটেছে তার পুনরাবৃত্তি এখন জম্মুতে ঘটছে। ভারতের বিভিন্ন শহরের বস্তিতে বসবাসকারী অবৈধ রোহিঙ্গাদের খুঁজে বের করতে আঞ্চলিক প্রশাসন পুলিশকে নির্দেশ দেয়ার পর শনিবার থেকেই জম্মুতে রোহিঙ্গাদের বিরুদ্ধে আটক অভিযান শুরু হয়েছে। অপর এক খবরে বলা হয়, শনিবারই কাশ্মীরে আটক ১৬৮ জন রোহিঙ্গাকে ‘হোল্ডিং সেন্টার’ বা অস্থায়ী কারাকেন্দ্র নিয়ে গেল রাজ্য প্রশাসন। তাঁদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। এই কেন্দ্রে রেখেই তাঁদের নাগরিকত্ব যাচাই করা হবে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। জম্মু-কাশ্মীরের সংশ্লিষ্ট দফতরের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ওই রোহিঙ্গা উদ্বাস্তুদের বাসে করে জম্মু থেকে হীরানগর সাব জেলে নিয়ে আসা হয়। ওই জেলকে আগেই হোল্ডিং সেন্টারে রূপান্তরিত করা হয়েছিল। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে থেকে জম্মুতে ‘বেআইনি ভাবে’ বসবাস করছিলেন ওই উদ্বাস্তুরা। মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন ও গণহত্যার শিকার হয়ে ভারতে আশ্রয় নেয়া ১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারতীয় পুলিশ। এসব রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চল থেকে এসব রোহিঙ্গা মুসলমানকে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন পুলিশ কর্মকর্তা জানান, বৈধ কাগজপত্র ছাড়া যেসব বিদেশি জম্মু-কাশ্মীরে বসবাস করছেন তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদের আটক করা হয়েছে। তিনি জানান, বহু রোহিঙ্গা মুসলমান বর্তমানে জম্মু-কাশ্মীরের হিরা নগর কারাগারের একটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বাস করছেন। ভারতের পুলিশ তাদের এখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। জম্মু-কাশ্মীরে বসবাসরত রোহিঙ্গারাও এই আটক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা আশঙ্কা করছেন যে, তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে। রোহিঙ্গা মুসলমানদের ভারতের বিজেপি সরকার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। এ জন্য ভারতে বসবাসরত সব রোহিঙ্গা মুসলমানকে খুঁজে বের করে তাদের দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। দ্য হিন্দু,লাইভমিন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন