ইনকিলাব ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব এস জয় শঙ্কর বলেছেন, পাকিস্তান নয়, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সন্ত্রাসের আঁতুড় ঘরে পরিণত হওয়ায় তা দুর্ভাবনায় ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। যদিও কোনো রাজ্যের নাম তিনি উল্লেখ করেননি। তবে পশ্চিমবঙ্গ ও আসাম যে এই তালিকায় রয়েছে তা বলাই বাহুল্য। জয়পুরে কাউন্টার টেররিজম নিয়ে একটি আন্তর্জাতিক মানের সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেছেন, পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে সন্ত্রাসের আবহাওয়া ক্রমেই পুষ্ট হচ্ছে এবং সেটা অত্যন্ত চিন্তার কারণ। তিনি বলেন, মিয়ানমার থেকে সন্ত্রাসবাদীরা সবচেয়ে বেশি ঢোকে ওইসব রাজ্যে। পিটিআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন