শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাজ্যে অনলাইন ডেটিংয়ের মাধ্যমে ধর্ষণ বাড়ছে

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে অনলাইন ডেটিং অ্যাপ বা ওয়েবসাইটে পরিচিত হয়েছেন, এমন কারো দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ গত ৫ বছরে ছয়গুণ বেড়ে গেছে। দেশটির জাতীয় অপরাধ সংস্থার হিসাবে, ২০১৪ সালে এ ধরনের ১৮৪টি অভিযোগ পাওয়া গেছে। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৩৩টি। পরিসংখ্যানে দেখা যায়, শতকরা ৮৫ ভাগ ধর্ষণের অভিযোগই এসেছে মেয়েদের কাছ থেকে। অভিযোগকারীদের ৪২ শতাংশের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে এবং ২৪ শতাংশের বয়স ৪০ থেকে ৪৯ বছর। সংস্থাটি বলছে, অনেক ঘটনাই হয়তো অভিযোগ করা হচ্ছে না। তারা ধর্ষণের শিকার হলে অভিযোগ জানানোর জন্য উৎসাহ দিচ্ছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন