বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদীতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। স্থানীয়ভাবে এ ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও তৈরি করা হয়েছে। ইয়েমেনের অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো গত শুক্রবার জানিয়েছে, সউদী আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তায়েফ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। রাজধানী রিয়াদ থেকে তায়েফ শহর ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইয়েমেন থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোরকান-১ নামে ক্ষেপণাস্ত্রটিকে ইয়েমেনের অজ্ঞাত একটি স্থান থেকে ছোড়া হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তির কণ্ঠস্বর পরিষ্কার শোনা গেছে এবং তিনি আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন। স্কাড-টাইপ বোরকান-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটারের বেশি এবং এটি সাড়ে বারো মিটার লম্বা। এ ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এর আগে, শুক্রবার সউদী বাহিনী ইয়েমেনে দুদফা বিমান চালায়। এতে এক ডজনেরও বেশি মানুষ মারা গেছে। এদিকে, ইয়েমেনে গত ১৮ মাসের গৃহযুদ্ধে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের সংশোধিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। আল-জাজিরা অনলাইনে বুধবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এর আগে জাতিসংঘ ১৮ মাসে ছয় হাজার মানুষ নিহত হয় বলে জানিয়েছিল। ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার জাতিসংঘের সমন্বয়কারী জেমি ম্যাকগোলড্রিক বলেন, বিভিন্ন দফতর ও চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের দেয়া তথ্যের ভিত্তিতে নতুন হিসাব প্রকাশ করা হয়েছে। তবে নিহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন