ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের জোট ইইউ থেকে বের হয়ে যাওয়ার ব্রিটেনের সিদ্ধান্ত ইউরোপকে দুর্বল করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আরকাদি দোবরকভিস। রাশিয়া সবসময় একটি শক্তিশালী ইউরোপ দেখতে চায় বলেও জানান তিনি। গত শনিবার বিবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপ থেকে চলে যাওয়া-সংক্রান্ত ব্রিটেনের সিদ্ধান্ত ইউরোপকে কিছুটা দুর্বল করে দিয়েছে। ইইউ ছেড়ে চলে যাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া একটি কঠিন বিষয় এবং এই ক্ষেত্রেও আরো অনিশ্চিয়তা সৃষ্টি করেছে। মার্চ ফর ইউরোপ র্যালিস স্লোগানের আওতায় ইউরোপপন্থি ব্রিটেনের বিক্ষোভকারীরা যখন দেশব্যাপী সমাবেশ করছে তখন রুশ উপ-প্রধানমন্ত্রী দোবরকভিস এ মন্তব্য করলেন। তিনি বলেন, রাশিয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ যে, ইউরোপ শক্তিশালী থাকুক। আমাদের দুর্বল অংশীদারের প্রয়োজন নেই। ইউরোপকে দুর্বল করার পাশাপাশি মস্কোর উপর আরোপিত ইউরোপের নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে দিতেই পুতিন ব্রেক্সিট চেয়েছিলেন বলে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেবিড ক্যামেরন যে দাবি করেছেন তাও প্রত্যাখ্যান করেছেন দোবরকভিস। রযটার্স, ডেইলি মেইল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন