সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘নো ভোটস টু বিজেপি’ পোস্টার ছিড়ে কফি হাউজে হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

পশ্চিমবঙ্গে জোরেশোরে চলছে বিধানসভার ভোটের প্রচার। নির্বাচনী প্রচারের এই ডামাডোলের মধ্যে সোমবার বিকালে গেরুয়া রঙের টি-শার্ট পরা বিজেপির একদল সমর্থক কলকাতার কলেজ স্ট্রিটের বিখ্যাত কফি হাউজে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার এনডিটিভির খবরে বলা হয়, সোমবার বিকাল সাড়ে ৪টা-৫টার দিকে ‘মোদী পাড়া’ লেখা গেরুয়া রঙের টি-শার্ট পরা ৩০-৪০ জনের একটি দল ‘জয় শ্রীরাম’ সেøাগান তুলে কফি হাউজে প্রবেশ করে। তারা কফি হাউজের দোতলা এবং সিঁড়িতে লাগানো ‘নো ভোটস টু বিজেপি’ পোস্টারে কালি মাখায় এবং বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে কফি হাউজে থাকা লোকজনের সঙ্গে তাদের তর্ক এবং হাতাহাতি শুরু হয়। তাদের বাধা দিতে গিয়ে কফি হাউজের কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিধানসভা ভোটের প্রচার শুরুর আগে থেকেই পশ্চিমবঙ্গে ‘নো ভোটস টু বিজেপি’ নামক পোস্টারে প্রচার চালাচ্ছে বিজেপি আরএসএস-এর বিরুদ্ধে বাংলা নামক একটি মঞ্চ। তারা গত ১০ মার্চ কলকাতায় মিছিল করেছে। তারা গ্রামে গ্রামে গিয়েও বিজেপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিজেপির মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গা কফি হাউজে ওই হামলায় নেতৃত্ব দিয়েছেন। তেজিন্দর ওই ঘটনার ছবি ও ভিডিও পরে তার টুইটার একাউন্টে পোস্ট করেন। বাংলা মঞ্চের কর্মী প্রিয়স্মিতা এনডিটিভিকে বলেন, ‘‘ডানপন্থি বাহিনীর এটা বোঝা উচিত যে বাংলার জনগণ তাদের এবং এই রাজ্যে তাদের বিশৃঙ্খল আচরণ দেখতে চায় না।” এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন