রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছে অধিকাংশ মার্কিন : ওবামা

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বাস করেন, অধিকাংশ মার্কিনি, বিশেষ করে তরুণ সম্প্রদায় ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বা দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। আসন্ন মার্কিন প্রেসিন্টে নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই সংবাদ শিরোনামে স্থান পান। গেল কয়েক মাস ধরেই তার বিভিন্ন মন্তব্য ও দৃষ্টিভঙ্গি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, তিনি (ট্রাম্প) নির্দিষ্ট কিছু মানুষের কাছে বিশেষ করে যারা দ্রুত জনতাত্ত্বিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন নিয়ে চিন্তিত তাদের কাছে আবেদন সৃষ্টিতে সক্ষম হয়েছেন। কিন্তু তারা আমেরিকার সংখ্যাগরিষ্ট মানুষ নয়। তিনি আরো বলেন, আপনি যদি তরুণ সম্প্রদায় এবং আমেরিকার পরবর্তী প্রজন্মের সঙ্গে কথা বলেন তবে বুঝতে পারবেন, তিনি (ট্রাম্প) যে ধরনের অবস্থান নিয়েছেন তারা (তরুণ প্রজন্ম) তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এশিয়া সফর শুরুর আগে ওবামার ওই সাক্ষাৎকার ধারণ করা হয়েছিল। ওবামা বলেন, আমাদের এটা গুরুত্বের সঙ্গে নিতে হবে। যেকোনো সময় শুনছি অসহিষ্ণুতার কথা, আমরা শুনছি দেশের নীতি-ব্যবস্থার কথা যা আমাদের মূল্যবোধের বিপরীত, শুনছি শ্রেণিগত কারণে, বর্ণের কারণে, বিশ্বাস ও চর্চার কারণে মানুষজনকে নিষিদ্ধ করা হচ্ছে। আমি মনে করি, আমাদের খানিকটা বলিভাবে এসব বিষয়কে না বলতে হবে। প্রেসিডেন্ট ওবামা বলেন, আমেরিকানরা এই সময়ে তা করবে এবং এ ব্যাপারে তিনি আশাবাদী। ওবামা এও বলেন, যা ঘটছে তার ব্যাপারে নিবিড় মনোযোগ দেওয়া প্রয়োজন। ইতিহাসের প্রসঙ্গ টেনে ওবামা বলেন, একত্রে থাকা এবং অভিবাসন বৈচিত্র্য যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময়ের ঐতিহ্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাস দুয়েক বাকি। জনসমর্থনের দৌড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন। মার্কিন নির্বাচনে কৃষ্ণাঙ্গরা সবসময় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তবে জরিপে কৃষ্ণাঙ্গদের সমর্থন হিলারির দিকেই বেশি দেখা গেছে। আর এই সময়ে এসে কৃষ্ণাঙ্গদের ভোট টানতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প। এ জন্য গত শনিবার ডেট্রয়েটে তাদের একটি গির্জায় যান ট্রাম্প। এ সময় তিনি বলেন, তিনি পুরোপুরি বুঝতে পারেন যে, আফ্রিকান আমেরিকানরা বৈষম্যের শিকার। গির্জা পরিদর্শনের সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বেন কারসন। তিনি এ নগরীতে বড় হয়েছেন। ট্রাম্প যখন গির্জায় আসেন তখন বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। গির্জার ভিতরে তিনি যাজকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। তাদের এ কথপোকথন আগামী সপ্তাহে বিশপ জ্যাকসনের নিজের টেলিভিশন চ্যানেল ইম্প্যাক্ট টিভি নেটওয়ার্কে প্রচার হবে। গির্জার ভিতরে ট্রাম্প বক্তৃতা দেওয়ার আগে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যখন খুবই সম্ভাবনাময় তরুণ কৃষ্ণাঙ্গদের পেছনের সারিতে থাকতে দেখি এর চেয়ে বেশি দুঃখের আর কিছু হতে পারে না। তিনি বলেন, কৃষ্ণাঙ্গদের জন্য সঠিক কিছু করতে হবে। তিনি কৃষ্ণাঙ্গদের গির্জার প্রশংসা করে বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে আফ্রিকান আমেরিকান গির্জাগুলো জাতির বিবেকে পরিণত হয়েছে। তিনি ডেট্রয়েটের সর্বত্র নতুন নতুন রাস্তাঘাট ও সেতু নির্মাণের অঙ্গীকার করেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বিশপ জ্যাকসনের সঙ্গে সাক্ষাৎকারকালে ট্রাম্প পূর্ব অনুমোদনকৃত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। উত্তরগুলো তার প্রচারণা স্টাফ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি তৈরি করে দেয়। ট্রাম্পকে করা ১২টি প্রশ্ন ও উত্তরের ফাঁস হয়ে যাওয়া একটি কপি নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ট্রাম্পকে হত্যা, বর্ণবাদ এবং তাকে বর্ণবাদী বলে যে অভিযোগ করা হছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। এএফপি, সিএনএন, বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন