শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ ও হামলায় ১৬ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে তিনটি পৃথক ঘটনায় তুর্কি নিরাপত্তা বাহিনীর ১৬ সৈন্য ও এক গ্রামরক্ষী নিহত হয়েছে। এসব ঘটনার জন্য কুর্দি যোদ্ধাদের দায়ী করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, গত শনিবার সকালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র বিদ্রোহীদের বিরুদ্ধে এক অভিযানের সময় তিন তুর্কি সৈন্য নিহত হয়। বার্তা সংস্থা জানায়, ইরাকের উত্তরাঞ্চলের সঙ্গে সীমান্তের কাছাকাছি স্থানে সংঘটিত এ ঘটনায় অপর দুই সৈন্য আহত হয়। এদের তিনজন মারাত্মকভাবে আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন (পিকেকে)’র সঙ্গে সংঘর্ষকালে গত শুক্রবার অপর আট সৈন্য নিহত হয়েছে। ভান প্রদেশের গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, একই অপারেশনে আরো আট সৈন্য আহত হয়েছে। আনাদোলু জানায়, গত শুক্রবার রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্দিনের একটি নিরাপত্তা চৌকিতে পিকেকে’র হামলায় দুই সৈন্য ও এক গ্রামরক্ষী নিহত এবং অপর তিন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে। ভান প্রদেশের প্রদেশের গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, হাসপাতালে ভর্তিকৃতদের অবস্থা ভালো। তবে তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে। গভর্নর কার্যালয় জানায়, ভান প্রদেশের তেন্দুরেক পর্বতমালার আশপাশে তুর্কি জেট বিমানের হামলায় ১৩ পিকেকে যোদ্ধা নিহত হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন