শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিলমার সমর্থনে রাস্তায় বিক্ষুব্ধ মানুষের ঢল, বিক্ষিপ্ত সংঘর্ষ

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ বরখাস্ত হওয়ার ঘটনায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তার বরখাস্ত হওয়ার মাত্র ৫ দিনের মাথায় দেশটির নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশ তাদের দমন করতে গেলে শুরু হয় সহিংসতা। উভয় পক্ষে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড এবং জলকামান ব্যবহার করেছে। বিবিসি বলছে, নতুন প্রেসিডেন্ট মিশেল তিমারের বিরুদ্ধে টানা বিক্ষোভের সপ্তম দিনটিতে এককভাবে শুধু সাও পাওলোর বিক্ষোভেই ৫০ হাজার মানুষ জড়ো হয়। বিক্ষোভকারীরা দ্রুত নির্বাচনের দাবিতে স্লোগান দেন।
অভিশংসনে দিলমা রুসেফ ক্ষমতা হারানোর পর ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মিশেল তিমার। সরকারবিরোধী সমাবেশ শান্তিপূর্ণভাবে শুরু হলেও শেষ দিকে সহিংসতা শুরু হয়, তখন পুলিশ কাঁদুনে গ্যাস, স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আহত হন, এদের মধ্যে বিবিসির একজন সাংবাদিকও রয়েছেন। পুলিশ দাবি করেছে, ‘অরাজকতা’ এড়ানোর জন্য শক্তিপ্রয়োগ দরকার হয়ে পড়েছিল। পুলিশি অ্যাকশনের মুখে কিছু বিক্ষোভকারী পুলিশ ও বিভিন্ন ভবনের দিকে বোতল ও পাথর ছুঁড়ে মারে এবং সড়ক প্রতিবন্ধকগুলোতে আগুন ধরিয়ে দেয়। সরকারবিরোধী বিক্ষোভের প্রতিক্রিয়ায় চীনে থাকা প্রেসিডেন্ট তেমার বলেছেন, প্রতিবাদকারীরা ছোট ছোট দলে ছিল, এগুলোকে জনপ্রিয় আন্দোলন বলা যায় না। জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের একটি পর্বের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০ কোটি ৪০ লাখ মানুষের দেশ ব্রাজিলে তাদের (বিক্ষোভকারীদের) সংখ্যাটা প্রতিনিধিত্বশীল নয়। সাও পাওলোতে বিক্ষোভকারী গুস্তাভো অ্যামিগো বলেন, আমরা এখানে এসেছি এটা দেখাতে যে এই ক্যু সত্বেও জনগণের ক্ষমতা শেষ হয়ে যায়নি, সরকারের পতন ঘটাতে ও একটি নতুন নির্বাচনের ডাক দিতে আমরা রাস্তায় নেমে এসেছি। প্রথম থেকেই কংগ্রেসের অভিশংসনকে সাংবিধানিক ক্যু বলে অভিহিত করে আসছেন রৌসেফ ও তার সমর্থকেরা। অ্যামিগোও তার পুনরাবৃত্তি করলেন। এপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন