বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নিওমে সউদী যুবরাজ-চীনা পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৯:১৯ পিএম

সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার নিওমে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠক করেছেন। বৈঠকে সউদী-চীনা সম্পর্কের বিভিন্ন দিক, দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিকাশের সুযোগগুলো পর্যালোচনা করা হয়।
আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন, সুরক্ষা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য করা প্রচেষ্টা এবং সাধারণ আগ্রহের বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে সউদী পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং রিয়াদে চীনের রাষ্ট্রদূত চেন ওয়েইকিং উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার রিয়াদে সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সাথে বৈঠক করেছেন।
বৈঠককালে তারা দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং তাদের সাধারণ স্বার্থকে কার্যকরভাবে পরিচালিত ও উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেন। তারা পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করেন।
এর আগে ওয়াং আল-আরবিয়াকে বলেন যে, চীন ইয়েমেনের জন্য সউদী আরবের নতুন শান্তি উদ্যোগকে সমর্থন করেছে। তিনি আরো বলেন, বেইজিংয়ের মধ্যপ্রাচ্যকে সহায়তা করার জন্য পাঁচ দফা পরিকল্পনা ছিল।
ওয়াং উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) সেক্রেটারি জেনারেল নয়েফ আল-হাজরাফের সাথেও সাক্ষাত করেন। আল হাজরাফ বলেন, সদস্য দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে এবং পাশাপাশি উভয় পক্ষের মধ্যে মুক্ত বাণিজ্য আলোচনা ত্বরান্বিত করতে চায়।
আল-হাজরাফ বলেন যে, জিসিসি দেশগুলোর পক্ষে ইরান এবং এর পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো আলোচনায় অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। তিনি যোগ করেন, আলোচনায় তেহরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন বিকাশ, শিপিংয়ের সুরক্ষা এবং অঞ্চলটিতে এর অস্থিতিশীল আচরণ অন্তর্ভুক্ত করা উচিত। সূত্র : আরব নিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
তরুন সাকা চৌধুরী ২৫ মার্চ, ২০২১, ১:২০ এএম says : 0
ভালো খবর।
Total Reply(0)
মোহাম্মদ কাজী নুর আলম ২৫ মার্চ, ২০২১, ১:২১ এএম says : 0
চীনকে উইঘুর মুসলিম নিযাতন নিয়ে তো কিছু বললেন না।
Total Reply(0)
কামাল রাহী ২৫ মার্চ, ২০২১, ১:২১ এএম says : 0
দুদেশের মধধে সুসম্পরক তৈরি হোক।
Total Reply(0)
Monjur Rashed ২৫ মার্চ, ২০২১, ৫:৩৬ পিএম says : 0
Saudi Arabia is trying to build good relationship with Russia & China. Nice to watch. Now, they can concentrate in building relationship with Iran as well. It will save billions of dollars in purchasing weapons. Unfortunately, Saudi rulers are not independent in formulating their foreign policies. Their hands are tied to Americans & Israelis.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন