উত্তর : ছোটরা উঠরে কিংবা বড়রাও অসাবধানতা বশত পা দিয়ে মাড়ালে ইসলামের নিদর্শনকে অবমাননা করা হয়। অতএব, পবিত্র স্থানের ছবিওয়ালা জায়নামাজ ব্যবহার করবেন না। সাধারণ সাদাসিদা জায়নামাজ ব্যবহার করবেন। যদি ছবিযুক্ত জায়নামাজ ব্যবহার করতে হয়, তাহলে এসবকে পায়ে না মাড়িয়ে বা বিছানার মতো বসার জন্য ব্যবহার না করে সম্মানের সাথে ব্যবহার করতে হবে। কোরআন মাজীদে আল্লাহ বলেছেন, নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। (এরমধ্যে পবিত্র কাবা, হারাম শরীফ, মদীনা শরিফ, বায়তুল মোকাদ্দাস, মিনা, আরাফা, মুজদালিফা অন্তর্ভূক্ত)। সুতরাং যে বাইতুল্লাহর হজ্জ করবে কিংবা উমরা করবে তার কোন অপরাধ হবে না যে, সে এগুলোর তাওয়াফ করবে। আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে, তবে নিশ্চয় শোকরকারী, সর্বজ্ঞ। (সূরা বাকারাহ : ১৫৮)।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন