সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপে হিলারির উদ্বেগ

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের ওপর সাইবার হামলার মাধ্যমে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় রাশিয়া হস্তক্ষেপ করছে এমন খবরে হিলারি ক্লিনটন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটন তার নির্বাচনী প্রচারণা চালানোর কাজে ব্যবহৃত বিমানে ইলিনয়ে এক সমাবেশে যাওয়ার সময় বলেন, সাইবার আক্রমণে জড়িত থাকার সম্ভাবনার বিষয় গত জুলাই মাসে প্রকাশ পাওয়ায় আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে কতিপয় জোরালো প্রশ্ন উঠছে। হিলারি সাইবার যুদ্ধ শব্দটি ব্যবহার না করলেও তিনি রুশ হস্তক্ষেপকে প্রতিপক্ষ একটি বিদেশি শক্তির হুমকি বলে উল্লেখ করেন। ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী তার বিষয়ে গোয়েন্দাগিরি করার ব্যাপারে মস্কোকে উৎসাহিত করার জন্য রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় জড়িয়ে পড়া বিদেশি প্রতিপক্ষ কোনো শক্তিকে আমরা কখনো বরদাস্ত করব না। এছাড়া রাশিয়াকে আরো হ্যাক করার আহ্বান জানানো আমাদের অন্যতম প্রধান এক দলের মনোনীত প্রার্থীকে আমরা কখনো মেনে নেব না। হিলারি এব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সজাগ থাকতে বলেছেন কারণ রুশ গোয়েন্দারা হ্যাক করার ওস্তাদ। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অ্যারিজোনায় ভোটার নিবন্ধন পদ্ধতির ওপর সাইবার হামলাসহ রাশিয়ার গোপন কার্যক্রমের ব্যাপারে তদন্ত করছে। ওয়াশিংটন পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন