শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অগ্নিকান্ডও থামাতে পারেনি ওপেন-হার্ট সার্জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

রাশিয়ার একটি শতবর্ষী হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় মানবতা ও দায়িত্বশীলতার নজির স্থাপন করলেন আটজন চিকিৎসক ও নার্স। হাপাতালে আগুন লাগার কিছু সময় আগে অস্ত্রোপচার শুরু করেছিলেন চিকিৎসকেরা। অনাকাক্সিক্ষত ঘটনায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত সকলে ভীত হয়ে পড়ে। অগ্নিনির্বাপণ কর্মীরাও ব্যস্ত সে আগুন নেভাতে থাকে। কিন্তু আগুনকে পরোয়া না করে বীরত্বের সাথে এক রোগীর ওপেন-হার্ট সার্জারি চালিয়ে যান হাসপাতালের আটজন চিকিৎসক ও নার্স এবং সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচার কক্ষে (অপারেটিং থিয়েটার) জরুরি বিদ্যুৎ সরবরাহসহ কক্ষ থেকে ধোঁয়া নিষ্কাশনের ব্যবস্থা ছিল। সফল অস্ত্রোপচার শেষে ওই রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়। অস্ত্রোপচারের নেতৃত্বে থাকা শল্যবিদ ভ্যালেনটিন ফিলাতোভ বলেন, ‘রোগীটিকে বাঁচাতেই হতো, আমরা যথাসম্ভব সব কিছু করেছি।’ হাসপাতালটি বেশ পুরোনা। জার যুগে ১৯০৭ সালে এটি নির্মিত হয়েছিল বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়। কাঠের পাটাতন দেওয়া থাকায় বিদ্যুৎ গতিতে আগুন ছড়িয়ে পড়েছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন