শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফোর্ড-মাহিন্দ্রা যৌথ প্রকল্প বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ভারতে ব্যবসার জন্য ফোর্ড মোটর কোম্পানি ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মধ্যে যে চুক্তি ছিল, সেটি বাতিল করা হয়েছে। ফলে এখন আর তারা একসঙ্গে কোনো প্রকল্পে কাজ করবে না। প্রতিষ্ঠান দুটি একসঙ্গে একটি যৌথ প্রকল্পের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। সে অনুযায়ী তারা ভারতের জন্য অন্তত তিন মডেলের স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) তৈরিসহ প্রযুক্তি সেবা ও সরবরাহের কাজ একসঙ্গে করতে সম্মত হয়েছিল। মার্চের শেষ নাগাদ প্রতিষ্ঠান দুটি সিদ্ধান্ত নেয়, তারা আর একসঙ্গে কাজ করবে না। এক বিবৃতিতে ফোর্ড ইন্ডিয়ার মুখপাত্র বলেন, যেহেতু আমাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে সেহেতু বেশকিছু সহযোগিতামূলক পণ্যের প্রকল্পের কাজ আর এগোবে না। এসব প্রকল্প বিকল্প কোনো উপায়ে চালানো যায় কিনা, আমরা সেটি চিন্তা করছি। অন্যদিকে মাহিন্দ্রার নির্বাহী পরিচালক রাজেশ জেজুরিকর বলেন, এ মুহ‚র্তে আমাদের আর কোনো প্রকল্প চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। ২৫ বছর আগে ভারতে ব্যবসা করতে যায় মিশিগানভিত্তিক প্রতিষ্ঠান ফোর্ড। কিন্তু সুজুকি মোটর করপোরেশন ও হুন্দাই মোটরসের তুলনামূলক স্বল্প দামের গাড়ির কারণে সেভাবে ব্যবসা করতে পারছিল না ফোর্ড। এরপর সংস্থাটি মাহিন্দ্রার সঙ্গে জুটি বাঁধে। ফলে কম খরচে দ্রুত নতুন গাড়ি বাজারে আনতে পারে সংস্থাটি। যেহেতু মাহিন্দ্রার সঙ্গে আর চুক্তি বহাল থাকছে না, তাই ভারতের বাজারে ব্যবসা করতে হলে ফোর্ডকে এখন নতুন অংশীদার খুঁজে নিতে হবে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন