শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রুশ-মার্কিন আলোচনায় অগ্রগতির আভাস

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর এবং গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবরে বলা হয়েছে, বেশকিছু বিষয়ে অগ্রগতি হলেও অনেক বিষয়ই সমাধান হয়নি। তবে যত তাড়াতাড়ি সম্ভব দু’দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ায় প্রায় সাড়ে পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার নিয়মিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বলেন, আমরা মনে করছি, এ সম্পর্কে অগ্রগতি হচ্ছে। কিছু বিষয় এখনো নিষ্পত্তি বাকি রয়েছে। তবে আমরা তা সমাধান করতে পারব। তিনি আরো বলেন, শিগগিরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৈঠকে বসছেন। তবে টোনার ওই বৈঠকের দিন-তারিখ উল্লেখ করেননি। টোনার আরো বলেন, আমরা সমগ্র সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকরের দিকে এগিয়ে যাচ্ছি। এখন তা এক রাতের মধ্যেই কার্যকর হতে পারে। আবার তাতে কিছু সময়ও লাগতে পারে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন