শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্থূল হওয়ার উচ্চঝুঁকিতে থাকে সিজার-শিশুরা

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বৃহৎ পরিসরে গবেষণার পর দাবি করা হচ্ছে, সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেওয়া শিশুরা স্থূল হওয়ার উচ্চঝুঁকিতে থাকে। এর চেয়ে স্বাভাবিকভাবে মা সন্তান জন্ম দিলে সেসব শিশুর মোটা হওয়ার ঝুঁকি থাকে তুলনামূলক অনেক কম। বিবিসি অনলাইনের এক খবরে গত বুধবার এ তথ্য জানানো হয়েছে। এ সম্পর্কে জামা পেডিয়াট্রিক্স সাময়িকীতে লেখা এক প্রবন্ধে গবেষকরা দাবি করেছেন, মা স্বাভাবিকভাবে সন্তান প্রসব করার সময় এক ধরনের ব্যাক্টেরিয়া বের হয় যা খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সিজার-শিশুদের চেয়ে তাদের মোটা হয়ে যাওয়ার আশঙ্কা অনেক কম থাকে। জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ২২ হাজার জনের ওপর গবেষণা করে গবেষকরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তবে অন্য বিশেষজ্ঞদের মতে, এ জন্য আরো অনেক বিষয় কাজ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- গর্ভকালীন মায়ের ডায়াবেটিস ছিল কি না, মা কী কী খেতেন এবং নবজাতককে বুকের দুধ খাওয়ানো হতো কি না। এসব বিষয় একটি শিশুর স্থূল হওয়ার পেছনে ভূমিকা রাখে। সিজার-শিশুরা সাধারণত কম সময় বুকের দুধ পায়, যা স্থূলতার ঝুঁকি বাড়ায়। তা ছাড়া শিশুর খাদ্যাভ্যাসও তার ভবিষ্যৎ শারীরিক ওজনের ওপর প্রভাব ফেলে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন