ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ায় প্রথমবারের মতো একজন গর্ভবতী নারীর জিকায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি সিঙ্গাপুর সীমান্তবর্তী মালয়েশিয়ার একটি রাজ্যের বাসিন্দা। গত বুধবার দেশটির কর্তৃপক্ষ তার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী এস সুব্রামানিয়াম। এতে বলা হয়, ওই নারী তার প্রথম শিশুর জন্ম দিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি তিন বা চার মাসের গর্ভবতী। এস সুব্রামানিয়াম বলেন, এই গর্ভবতী নারী কোথায় কিভাবে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন