তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়নের পদক্ষেপ নিয়ে গতকাল আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনালাপে প্রেসিডেন্টদ্বয় আঞ্চলিক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেছেন বলে তুর্কি প্রেসিডেন্ট টুইটারে জানিয়েছেন। গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, উচ্চস্তরের যোগাযোগ এবং তাদের মূল এজেন্ডা উভয় ক্ষেত্রেই রাশিয়ান-তুর্কি সম্পর্ক অত্যন্ত সমৃদ্ধ। ল্যাভরভ আরো বলেন যে, দু’দেশই সমস্যার সমাধানে সক্ষম, এমনকি যেসব বিষয়ে দু’দেশের মধ্যে প্রায় বিপরীত অবস্থান রয়েছে সেসবের ক্ষেত্রেও। সূত্র : মিডল ইস্ট মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন