শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অগ্ন্যুৎপাতের ছাইয়ে ঢেকে গেছে পুরো ক্যারিবীয় দ্বীপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ৯:৪২ পিএম

ক্যারিবীয় সেন্ট ভিনসেন্ট দ্বীপে থাকা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হচ্ছে। এ ঘটনায় প্রায় পুরো দ্বীপই ছাইয়ে ঢেকে গেছে। গত শুক্রবার থেকে ওই দ্বীপের আগ্নেয়গিরি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এর পরদিন থেকে ধীরে ধীরে দ্বীপজুড়ে ছাই উড়তে থাকে।

বিবিসির খবরে বলা হয়েছে, সেন্ট ভিনসেন্ট দ্বীপের বিভিন্ন ভবন ও রাস্তাঘাট ইতিমধ্যে ছাইয়ে ঢেকে গেছে। দ্বীপদেশটির রাজধানী কিংসটাউনে রাস্তায় থাকা গাড়িও ঢেকে গেছে ছাইয়ে।

এদিকে সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেস জনগণকে এমন পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, আগ্নেয়গিরিটি থেকে আরও কতটা ছাই উড়তে পারে, সে সম্পর্কে কোনো অনুমান করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কয়েকজন বিজ্ঞানী জানিয়েছেন, এমন অবস্থা আরও কয়েক দিন ধরে চলতে পারে।

উল্লেখ্য, লে সুফ্রিয়া নামের আগ্নেয়গিরিটি এতদিন সুপ্তই ছিল। কিন্তু গত ডিসেম্বর থেকে আগ্নেয়গিরিটি সক্রিয় হতে শুরু করে। এবার শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। উদ্ভূত পরিস্থিতিতে এরই মধ্যে চারপাশের প্রায় ১৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় তিন হাজার মানুষকে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। সেন্ট ভিনসেন্ট দ্বীপের মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। দ্বীপটির প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে সাধারণ জনগণকে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সুস্থ ও নিরাপদ থাকতে মানুষকে সতর্ক থাকতেও বলা হয়েছে। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন