ট্রাম্পকে পাগলাটে আখ্যায়িত করলেন ওবামা
ইনকিলাব ডেস্ক : মাঝখানে কিছুদিন বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত ছিলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন চুপচাপ থাকার কারণে হয়ত বিতর্কিত মন্তব্যের বিস্ফোরণ ঘটালেন। বলে বসলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চাইতে ‘চিরশত্রু’ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন অনেক ভালো। ট্রাম্প তার সম্পর্কে এমন মন্তব্য করেন আর ওবামা চুপ থাকবেন তা হয় না। এর আগেও ওবামাকে নিয়ে ট্রাম্প অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। এসব মন্তব্যের পাল্টা জবাব দিতে যেমন দেরি করেননি এবারও তেমনি ট্রাম্পকে পাগলাটে হিসেবে আখ্যায়িত করেছেন ওবামা। লাওসে পুতিনের সঙ্গে তুলনা করে ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে ওবামা বলেন, ট্রাম্পের এসব বক্তব্যই প্রমাণ করে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ব্যক্তি নন। ওবামা বলেন, প্রেসিডেন্ট হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে কী বলছেন এবং সেজন্য হোমওয়ার্ক করতে হবে। আপনি যখন কথা বলবেন, অবশ্যই সেটা এমন নীতি নিয়ে কথা বলবেন যেটা আপনি প্রয়োগ করতে পারবেন। বুধবার রাতে নিউইয়র্কে ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন একই মঞ্চে আধ ঘন্টা ধরে বক্তব্য রাখেন। সেখানে ট্রাম্প তার বক্তব্যে ওবামা ও পুতিনের তুলনায় বলেন, ‘রুশ প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট থেকে অনেক ভালো।’ তিনি আরও বলেন, ‘নিজ দেশের ওপর তার (পুতিন) অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে।’ ৮২ শতাংশ জনগণের সমর্থন পুতিনের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে ট্রাম্পের পুতিন বন্দনা এবারই প্রথম নয়। এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, এটা তার জন্য খুবই গর্বের বিষয় যে, পুতিন তাকে প্রতিভাবান বলে উল্লেখ করেছেন। যখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিম-লে বিভিন্ন বিষয়ে রাশিয়ার দিকে আঙ্গুল তুলছে, তখনই ট্রাম্পের মুখে রুশ প্রেসিডেন্টের প্রশংসার ফুলঝুরি। বিবিসি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন