শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্লাসে অগ্নিকান্ডে ২০ শিশুর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

ক্লাসরুমে আগুন লাগার ঘটনায় একটি নার্সারি স্কুলের অন্তত ২০ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নাইজারের রাজধানী নিয়ামেতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলি সাহেলকে দমকল বাহিনীর প্রধান কর্নেল সিদি মোহামেদ বলেন, ক্লাসগুলো খড়ের তৈরি ছিল। আগুন লেগে সেগুলো পুড়ে যায়। এতে দুভার্গ্যজনকভাবে ২০ শিশুর মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। সিদি জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই ছোট্ট শিশু। তিনি বলেন, খড়ের তৈরি ২১টি ক্লাসরুম পুড়ে গেছে। এতে ২০টি শিশু মৃত্যু হয়। উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন ভয়াবহ তীব্র ছিল। তাই শিশুরা পালাতে পারেনি। ন্যাশনাল ট্রেড ইউনিয়ন অব কন্ট্রাকচুয়াল এজেন্টস অ্যান্ড সিভিল সার্ভেন্টস ইন বেসিক এডুকেশনের মহাসচিব হালিদৌ মৌনকাইলা বলেছেন, স্কুলের ৩৮টি ক্লাসের রুমের মধ্যে ২৫টিই পুড়ে গেছে। আর ২০ জনের মৃত্যু হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন