বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের নির্দেশনায় সোমবার (১৯ এপ্রিল) স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার আয়োজনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউসার হামিদসহ রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রূপনগর থানা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ । দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি'র অসুস্থ সকল নেতৃবৃন্দ এবং দেশবাসীর সুস্থতা ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন