ইনকিলাব ডেস্ক : স্পেনের বার্সেলোনায় নিকাব পরায় গর্ভবতী এক নারী স্বামী ও সন্তানের সামনে হামলার শিকার হয়েছেন। বার্সেলোনা পুলিশ জানায়, দুই সন্তান ও স্বামীসহ ওই নারী বার্সেলোনার সেন্ট্রাল ওল্ড টাউন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় দুই ব্যক্তি তার উপর হামলা করে। তারা নিকাব পরার জন্য প্রথমে ওই নারীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় চিৎকার করতে থাকে। পরে নারীটির স্বামী তাদের গালাগাল দিতে শুরু করলে তারা প্রথমে তাকে ধাক্কা মারে এবং পরে মারধর শুরু করে। পুলিশের একজন মুখপাত্র বলেন,ওই নারী আক্রমণকারীদের হাত থেকে তার স্বামীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় একজন আক্রমণকারী গর্ভবতী ওই নারীর পেটে লাথি মারে। এ সময় পথচারীরা তাকে রক্ষা করে এবং পুলিশ আসা পর্যন্ত পরিবারটির সঙ্গে থাকে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ও তার অনাগত সন্তান সুস্থ আছে বলে জানা যায়। দ্য ইন্ডিপেনডেন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন