ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে আবারও বলেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অপমান করার কোনও অভিপ্রায় তার ছিলো না। তবে এর কিছুক্ষণ পরই তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে বোকা বলে মন্তব্য করেন। গত শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরকালে ফিলিপাইনের নাগরিকদের এক সমাবেশে বক্তব্য রাখেন রডরিগো দুতার্তে। এ সময় তিনি বলেন, তিনি ফিলিপিনো ভাষায় যা বলেছেন সেটার মানে মা তুলে গালি দেওয়া নয়। তারপরও তিনি যে শব্দটি উচ্চারণ করেছেন সেটা বারাক ওবামাকে উদ্দেশ্য করে বলেননি। বরং মার্কিন পররাষ্ট্র দফতরকে উদ্দেশ্য করেই তিনি এটা বলেছিলেন। রডরিগো দুতার্তে বলেন, তিনি ওবামার সঙ্গে সাক্ষাতের সময় তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এর কিছুক্ষণ পরই জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বসেন ফিলিপাইনের এ বন্দুকভক্ত প্রেসিডেন্ট। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন