বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালী আসর

কোরবানির ছড়া

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুরবানির চামড়া
শরিফ আহমাদ

একটি কথা শোন সবাই
একটি কথা শোন
অনেক লোকের ঘরবাড়ি নেই
চাল চুলো নেই কোন।
কারো আবার মা বেঁচে নেই
থেকেও নেই বাবা
পথশিশুদের জীবনজুড়ে
দন্য-দশার থাবা।
এবার ঈদে তাদের পাশে
আসুন থাকি আমরা
অন্ন বস্ত্র বিলিয়ে দিই
আর কুরবানির চামড়া।

ঈদের মতো
সাজ্জাক হোসেন শিহাব

সবার মুখে দেখবো হাসি
কোরবানির এই ঈদে
কেউ থাকে না কষ্টে যেন
নিয়ে পেটে খিদে।

পড়বো নামাজ সবাই মিলে
করবো কোলাকুলি
মজা হবে বোনে-বোনে,
ভাই-ভাই খোলাখুলি।

খেলবো সবাই মিলে মিশে
পরে ঈদের বেশটা
ঈদের মতো সুখে থাকুক
আমাদের এই-দেশটা।

বাহারি গরুর হাট
মো. মাহমুদুল আলম

রঙেঢঙে গরুগুলো হাটে দাঁড়িয়ে আছে বেশ
গলায় মালা পিঠে লালশালু ঘাড়ে ছোট কেশ।
দুশিং নকশা ভরা কপলে কাপড়ে টিকলি
গলায় ভাঁজ কন্ধ হেলা খুশি হবে দেখলি।
লেজে চুল পার্লারে কাটা পশম চিক্চিকা
যেথায় নাড়বি সেথা পাবি মাংস কিট্কিটা।
পায়ে রশি গলায় রশি দেখায় শক্তি ভালো
এমন গরু কিনতে চাইলে টাকা বেশি ঢালো।
মোটাতাজা চিকনপাতলা ঢাঙ্গা কিংবা খাটো
রঙবেরঙে সেজেছে সব হাট হয়েছে আটো।
সাদা কালো লাল ধুসর আরো চকড়াপকড়া
বাহারি রঙের গরু দেখে মনটা কড়কড়া।

কোরবানির শিক্ষা
এ. কে. এম. সাখাওয়াত হোসেন

আদি পিতা হযরত ইব্রাহীম (আ.) খলিল
পৃথিবীতে রেখে গেছেন এক সুন্দর দলিল
আল্লাহর জন্য সদা পেরেশানি
আদেশ পেয়েছেন দিতে পুত্র কোরবানি
ঈসমাইল (আ.) ছিল খুব প্রিয় তার
ভেবেচিন্তে কোরবানির প্রস্তুত এবার।
পুত্রের গলায় ধরলেন তরবারি
মহা খুশী আল্লাহ, নেই আহাজারী
ঈসমাইলের জায়গায় দুম্বা দেখি
সবই মহিমা ¯্রষ্টার একি
আদি পিতার কোরবানির সূত্র ধরে
কোরবানি এল যে মুসলিম ঘরে
হযরত ইব্রাহীম আদি পিতা জানি
ত্যাগের জন্য এই কোরবানি
সকল কোরবানির সওয়াব ভাগে পাবে
যতদিন ঘরে ঘরে কোরবানি হবে।


ঈদ মানে তো
আহাদ আলী মোল্লা

ঈদ মানেতো হাসি খুশি খোকা খুকুর দল
ঘরে ঘরে আলোর মেলা আনন্দ নির্মল
হাজার রকম দাবি
বেলুন বাঁশি জুতো মোজা ফুলকাটা পাঞ্জাবি।

ঈদ মানে তো ছোট বড় গরিব ধনীর মিশ
মামার কাছে চাচার কাছে সেলামি বকশিশ
নাড়ির টানে আসা
কাছের কুটুম আপন স্বজন মধুর ভালোবাসা।

ঈদ মানেতো হই হুল্লোড় হরেক সুরের গান
বাড়ি বাড়ি ঘোরা ফেরা সাজানো উদ্যান
মাংস পোলাও কোপ্তা কাবাব ফিরনি পায়েশ পুলি
বুক মিলিয়ে পরস্পরে আলতো কোলাকুলি।

ঈদ মানেতো ঈদগাহ মাঠে নতুন পোশাক-বেশ
ভুলে থাকা হিংসা বিভেদ দ্বন্দ্ব ও বিদ্বেষ
কেটে যাওয়া সব পাপাচার পাপ কালিমা জরা
কাঁধ মিলিয়ে গড়ে তোলা সুখের বসুন্ধরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন