বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনালী আসর

কৌতুকের ঝাঁপি

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কী বল উল্টা-পাল্টা

শিক্ষক : বল তো সার্ক (ঝঐঅজঈ) কী?
ছাত্র : সার্ক (ঝঐঅজঈ) একটা হাঙ্গর?
শিক্ষক : কী বল উল্টা-পাল্টা। পারলে না। এবার বল সার্কের জন্মদাতা কোন দেশ?
ছাত্র : স্যার, সার্কের বেশি জন্ম হয় আফ্রিকা মহাদেশে।

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে

প্রথম বন্ধু : তুই প্লেনে চড়িস না কেন?
দ্বিতীয় বন্ধু : অ্যাক্সিডেন্টের ভয়ে।
প্রথম বন্ধু : সে কি? মউত এলে তবেই তো মানুষ মরে আগে তো নয়।
দ্বিতীয় বন্ধু : জানি, কিন্তু ধর আমার মউত এলো না, এলো পাইলটের তখন ...?

ষ সংগ্রহে আফসার আশরাফী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন