আলবেনিয়ার রাজধানী তিরানায় এক যুবকের দুঃসাহসিক চেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বেশকিছু সাধারণ মানুষ। স্থানীয় সময় রোববার তিরানার স্কেনডারবার্গ স্কয়ালে বেপরোয়া গতিতে গাড়ি চালান এক মাদকাসক্ত চালক। এ সময় নিরাপত্তা বাহিনী সদস্যরা গাড়িটি থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তারা। একপর্যায়ে এক যুবক সিনেমা স্টাইলে গাড়ির জানালা দিয়ে ঢুকে ইঞ্জিন বন্ধ করে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সাধারণ মানুষ। পুলিশ জানায়, ৩২ বয়সী ওই চালক মাদকাসক্ত ছিল। গাড়ি চালানোর আগে মাদকসেবন করায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বেশ কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তার। নিরাপত্তা বাহিনীর অনেক চেষ্টায় স্কেনডারবার্গ স্কয়ারে এসে গতি রোধ হলেও আবারও দ্রুতগতিতে ছুটতে থাকে গাড়িটি। আর তখনই এক ব্যক্তি লাফ দিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়েন। তারপর থামিয়ে ফেলেন গাড়িটি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন