সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনার মুখে খাওয়া ওষুধ আসতে পারে আগামী বছর : ফাইজার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

মার্কিন বহুজাতিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেছেন, আগামী বছর নাগাদ করোনাভাইরাসের মুখে খাওয়ার ওষুধ প্রস্তুত হয়ে যেতে পারে। তাদের কোম্পানি দুই ধরনের এন্টিভাইরাল ওষুধ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এর একটি মুখে খাওয়ার এবং অপরটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগযোগ্য। স¤প্রচার মাধ্যম সিএনবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে আলবার্ট বোরলা জানান, তারা মুখে খাওয়ার ওষুধটির ওপরই বিশেষ জোর দিচ্ছেন। কারণ হিসেবে তিনি বলেন এই ধরনের ওষুধের বিশেষ কিছু সুবিধা রয়েছে। যার অন্যতম হলো চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার দরকার পড়বে না। সব কিছু ঠিকঠাকভাবে চললে এবং নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়া গেলে আগামী বছর নাগাদ এই ধরনের ওষুধ বাজারে পাওয়া যাবে বলেও জানান তিনি। করোনাভাইরাসের বিরুদ্ধে বর্তমানে একমাত্র যে ওষুধটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে তা হচ্ছে রেমডেসিভর। জিলিয়েড সাইন্স উদ্ভাবিত ওষুধটি গত বছরের অক্টোবরে অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ফাইজারের প্রধান নির্বাহী জানিয়েছেন, তাদের উদ্ভাবিত হতে যাওয়া মুখে খাওয়ার ওষুধটি করোনাভাইরাসের নতুন ধরনগুলোর বিরুদ্ধেও কার্যকর হবে। আগামী গ্রীষ্মের মধ্যে ওষুধটি সবার হাতের নাগালে আসবে বলেও জানান তিনি। সিএনবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন