ইনকিলাব ডেস্ক : তিউনিশিয়ার নেতা আব্দুর রশিদ ঘানুশি চলতি বছর হজ করার জন্য সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের দাওয়াত পেয়েছিলেন। তবে তিনি হজ করতে সউদি আরব গিয়েছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত শুক্রবার জর্ডানের আল সাবিল পত্রিকায় খবরটি প্রথম প্রকাশিত হয়। আরব বসন্তের পর থেকে ঘানুশির ওপর সউদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আরব বসন্তের সূচনা হয়েছিল তিউনিসিয়ায়। আর দেশটির একনায়ক জাইন আল আবেদিন বেন আলী পালিয়ে সউদি আরব চলে গিয়েছিলেন। তবে দুই দেশের সম্পর্ক যাতে স্বাভাবিক হয়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঘানুশি। হজের দাওয়াত পাওয়ায় মনে হচ্ছে, তার সেই প্রয়াস বেশ সফল হয়েছে। সূত্র : মিডলইস্ট মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন