মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই লাখ লাখ লোক আক্রান্ত হচ্ছে। মৃত্যু হচ্ছে কয়েক হাজার। এর মধ্যে করোনা ভ্যাকসিন নিয়ে ভারতকে সহযোগিতা করবে ফেসবুক।
ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপে ভ্যাকসিন ফাইন্ডার টুল আনতে চলেছে তারা। ভ্যাকসিন ফাইন্ডার টুল চালুর কথা জানিয়েছে ফেসবুক।
টুলটি ১৭টি ভাষায় ব্যবহার করা যাবে এবং টুলটির মাধ্যমে ব্যবহারকারী কাছাকাছি অঞ্চলে ভ্যাকসিন দেওয়ার স্থান সম্পর্কে জানতে পারবেন ভারতীয় নাগরিকরা।
ফেসবুক বলেছে, টুলটিতে একটি লিংকের মাধ্যমে কো-উইন ওয়েবসাইটে নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকে ভ্যাকসিন নেওয়ার অ্যাপয়েনমেন্টও নেওয়া যাবে।
গত সপ্তাহে ভারতে এক কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। ভারতে চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন