সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরামর্শ দিয়ে হাসির পাত্র হলেন যোগী আদিত্যনাথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০২ এএম

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। হাসপাতালে রয়েছে বেড ও অক্সিজেনের তীব্র সংকট সংকট। এমন পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে ‘অভ‚তপূর্ব’ উপায় বের করার কথা বলছে উত্তরপ্রদেশ সরকার। একটি মৌলকে কীভাবে অন্য একটি মৌলে রূপান্তর করা যায়, তার ইঙ্গিত দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস। সেই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাকে পরিণত হয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথের অফিস থেকে করা টুইটে বলা হয়েছে, অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে সরকারকে সব প্রচেষ্টা করতে হবে। সব সম্ভাবনা এবং বিকল্পের সদ্ব্যবহার করতে হবে। নাইট্রোজেন থেকে অক্সিজেন তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে আইআইটি কানপুর এবং অন্য বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে দেখতে হবে। এমন টুইট দেখে অনেকেই মজা করে রিটুইট করছেন। সঙ্গে রসিকতা অনেক রকম পরামর্শও দিয়েছে। এমনকি একজন নাইট্রোজেনেই সীমাবদ্ধ না থেকে সব মৌলকেই অক্সিজেনে পাল্টে ফেলার পরামর্শ দিয়েছেন। রিটুইটে ভারতের এক নাগরিক বলছেন, নাইট্রোজেন থেকে অক্সিজেন তৈরি করা সম্ভব না। তবে মূলগুলোর নাম পরিবর্তন করে দিলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। টিওআই।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন