শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনা রকেটের ধ্বংসাবশেষ শনি বা রোববার পৃথিবীতে পড়বে: পেন্টাগন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ৯:৪৯ এএম

চীনা মহাকাশ প্রকল্প ‘তিয়ানহে স্পেস স্টেশন' পাঠানো রকেটের ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশের (কোর) নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। যা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন মনে করছে, শনিবার অথবা রোববার রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীর বুকে আছড়ে পড়বে। তবে ঠিক কোন সময়ে ও কোথায় এটি পড়বে তা এখনও জানা সম্ভব হয়নি। খবর এএফপির

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, যুক্তরাষ্ট্রের অনেক কিছু করার সক্ষমতা আছে। তবে চীনা মহাকাশ প্রকল্প ‘তিয়ানহে স্পেস স্টেশন’ রকেটটি গোলা ছুড়ে নামানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের।

বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের প্রত্যাশা এটি এমন কোনো জায়গায় পড়বে যেখানে কারোর ক্ষতি হবে না। আশা করা যায় সাগর অথবা এমন কোনো জায়গায়। কক্ষপথচ্যুত হয়ে যাওয়ার চীনের অবহেলায় হয়েছে।

লং মার্চ ৫বি নামের রকেটটি বেইজিংয়ের মহাকাশ স্টেশন থেকে আলাদা হয়ে যাওয়ার পর এটি কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায়। তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা যারা মহাকাশে কার্যক্রম পরিচালনা করি তাদের একটি শর্ত থাকা উচিত, অথবা নিরাপদ ও বিবেচনার সঙ্গে কার্যক্রম চালাতে শর্ত থাকা উচিত।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মহাকাশে ‘কার্যক্রম চালানোর পরিকল্পনা করার সময় আমরা এই ধরনের জিনিসগুলো বিবেচনায় নেব’ তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত কয়েকদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে, এই রকেটের ধ্বংসাবশেষ জনবহুল অঞ্চলে বিধ্বস্ত হতে পারে আবার আন্তর্জাতিক জলসীমাতেও পড়তে পারে। মহাকাশ বিশেষজ্ঞ সং ঝংপিংয়ের বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনের স্পেস মনিটরিং নেটওয়ার্ক এ বিষয়ে নিবিড়ভাবে নজর রাখবে এবং কোথাও কোন ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মহাকাশে এই রকেটের ধবংসাবশেষ এখন পৃথিবী প্রদক্ষিণ করছে এবং এটি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ঢুকছে। এর মানে হল, এটি পৃথিবীর চারিদিকে বৃত্তাকারে ঘুরতে ঘুরতে নীচের দিকে নেমে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Nayem ৮ মে, ২০২১, ১০:৫৮ এএম says : 0
এগুলোকে ভয় করিনা। ভয় করি একমাত্র আল্লাহকে। আল্লাহ চাইলে যেকোনো সময় মৃত্যু দিতে পারেন। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আমিন
Total Reply(0)
Md Sourav ৮ মে, ২০২১, ১০:৫৮ এএম says : 0
যেন বাংলাদেশে না পড়ে সেই দোয়ায় করি।
Total Reply(0)
টুটুল ৮ মে, ২০২১, ১০:৫৯ এএম says : 0
পৃথিবীর মাঝে, যে দেশে বেশি দূর্নীতিবাজ ও ঘুষখোর আছে কেবল শুধু তাদের উপরই পরোক।
Total Reply(0)
MD Saroar ৮ মে, ২০২১, ১১:০১ এএম says : 0
আমার মনে হচ্ছে এখন বেশি বেশি আল্লাহ তায়া’লার কাছে দোয়া করা যাতে আল্লাহ তায়া’লা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন,, নিশ্চয় একমাত্র আল্লাহ তায়া’লায় রক্ষাকারী
Total Reply(0)
সুমনা ইসলাম ৮ মে, ২০২১, ১১:০২ এএম says : 0
ভাই রে ভাই চীন, আপনেরা আমাদেরকে একটু শান্তিতে বসবাস করতে দেন
Total Reply(0)
Arif Khan Joy ৮ মে, ২০২১, ১১:০৩ এএম says : 0
এখন দেখি মাটির নিচে বাড়ি করা লাগবে
Total Reply(0)
Tareq ৮ মে, ২০২১, ১১:০৩ এএম says : 0
চীন এসব কি শুরু করলো? বাচতে কি দিবিনা
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন