রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৬৫ কোটি ডলারে বিক্রি হচ্ছে ফোর্বস ম্যাগাজিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০২ এএম

প্রায় ৬৫ কোটি ডলার বা ৫ হাজার ৫০৭ কোটি টাকায় বিক্রি হতে যাচ্ছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস। ম্যাগাজিনটির মালিকানা কিনে নেওয়ার জন্য মার্কিন মার্চেন্ট ব্যাংক জিএসভির প্রধান নির্বাহী মাইকেল মোয়ের নেতৃত্বে একটি বিনিয়োগ গোষ্ঠীর সঙ্গে আলোচনা প্রায় শেষের দিকে। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্স জানায়, নতুন এ চুক্তির ফলে প্রায় ৭ বছর পর ফোর্বসের মালিকানা পরিবর্তন হবে। বর্তমানে হংকংভিত্তিক বিনিয়োগকারী গোষ্ঠী ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টস ফোর্বসের ৯৫ শতাংশের মালিকানায় রয়েছে। বাকি ৫ শতাংশের মালিক ফোর্বস পরিবার। এ প্রসঙ্গে ফোর্বসের একজন মুখপাত্র বলেছেন, মালিকানা পরিবর্তন নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। বিনিয়োগকারীরা সবসময়ই ফোর্বসের প্রতি আগ্রহী। অন্যান্য বছরের মতো ২০২১ সালও আমাদের জন্য শক্তিশালী একটি বছর হতে চলেছে। ফোর্বস ফ্ল্যাগশিপ সাময়িকী যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীনতম একটি মিডিয়া যার পাঠক সংখ্যা ৬০ লাখেরও বেশি। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশের জন্য পরিচিত বিসি ফোর্বস ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘকাল ধরে এটি বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী ও উদ্যোক্তার মালিকানায় থেকেছে। রয়টার্র্র্র্র্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন