ইনকিলাব ডেস্ক : কাবেরী নদীর পানি বন্টন নিয়ে বিরোধের জের ধরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল তামিলনাড়ুতে বন্ধ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী বন্ধ কর্মসূচি শুরু হয়। কয়েকটি কৃষক ও ব্যবসায়ী সংগঠন এই বন্ধ-এর ডাক দেয়। ডিএমকেসহ বিরোধী দলগুলো এই কর্মসূচিকে সমর্থন করে। পুলিশ জানিয়েছে, বন্ধ চলাকালে রাজ্যজুড়ে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। জনজীবনে কোন ধরনের বিশৃঙ্খলা, শান্তি বিনষ্টের চেষ্টা করা হয়নি। সড়ক ও রেলপথে অবাধে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় বেশ কিছু মুদি দোকানও বন্ধ ছিল। রাজ্যের পরিবহন কর্পোরেশন পরিচালিত বাসগুলোর পাশাপাশি ট্রেনগুলোও স্বাভাবিকভাবেই চলাচল করেছে। তবে ট্যাক্সি, অটোরিক্সা ও মালবাহী নৌযানগুলো চলাচল করছে না। পিটিআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন