ইনকিলাব ডেস্ক : তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে ৫০ ঘণ্টা ধরে আটকে থাকার পর গতকাল সোমবার সকালে দুজনকে উদ্ধার করা হয়েছে। তারা একজন নারী, অপরজন পুরুষ। ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। এএফপির খবরে জানা যায়, উদ্ধার হওয়া ওই পুরুষের নাম লি সং তিয়ান। ধ্বংসস্তূপে তার পা আটকে ছিল। শেষ পর্যন্ত চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে তার পা কেটে বাদ দিয়েছেন। এ ছাড়া তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। উদ্ধার হওয়া নারীর নাম জানা যায়নি। উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের মধ্যে নারীর কান্না শুনে তারা তাকে বের করেন। ওই নারীর স্বামী ও সন্তানের লাশ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিবারের আরও পাঁচজন সদস্য সেখানে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে। তাইনান শহরে বিধ্বস্ত ওয়ে কুয়ান ভবন থেকে ওই নারী ও পুরুষকে ক্রেন দিয়ে উদ্ধার করা হয়। গত শনিবার ৬ দশমিক ৪ তীব্রতার ভূমিকম্পে তাইওয়ানে ১৬ তলা একটি ভবনসহ ১১টি ভবন বিধ্বস্ত হয়। বিধ্বস্ত ওই ভবনের ধ্বংসস্তূপে শতাধিক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন