শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিল্লিতে মোদিবিরোধী পোস্টার, আটক ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে দিল্লির বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের করা হয়েছে একাধিক মামলা। বিক্ষোভকারীরা ভারতে উৎপাদিত টিকা কেন বিদেশে পাঠানো হচ্ছে তা জানতে চেয়ে বিভিন্ন স্থানে পোস্টার সেঁটে দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিদিন তিন লাখের বেশি আক্রান্ত হলেও ভারতে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে তিন লাখ ২৬ হাজার ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের মোট পরিমাণ সরকারি হিসেবের চেয়ে কয়েকগুণ বেশি। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও ভারতের বেশ কিছু রাজ্যে ডোজ সংকটের কারণে বন্ধ হয়ে গেছে টিকাদান। এনিয়ে দেশটির মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। বৃহস্পতিবার রাতে দিল্লির বিভিন্ন স্থানে মোদি সরকারের টিকা নীতির বিরোধিতা করে পোস্টার লাগানো হয়েছে বলে জানতে পারে পুলিশ। এই ঘটনায় ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘পরবর্তীতে আরও অভিযোগ পাওয়া গেলে আরও মামলা দায়ের করা হবে। টিওআই।

 

 

 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন