শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইসলামি বিশ্বের অভিন্ন ব্যবস্থা নেয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে এরদোগান-রুহানি ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

 

ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরাইলি সেনাবাহিনীর চলমান বিমান হামলার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে ফোনালাপ হয়েছে। রোববার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়- এরদোগান রুহানিকে বলেছেন, ইসরাইল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে, এর বিরুদ্ধে তুরস্ক কঠোর ব্যবস্থা নেবে। এরদোগান আরো বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব স¤প্রদায়ের উচিত এখনই ইসরাইলকে কঠোর বার্তা দেয়া। তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইসরাইলি হামলার বিরুদ্ধে অবশ্যই ইসলামি বিশ্বকে অভিন্ন আলোচনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। ফোনালাপের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও তারা আলোচনা করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইসরাইল-ফিলিস্তিনের চলমান সহিংসতায় গত ৮ দিন ধরে গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫২ জন শিশু। আহত হয়েছে হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী অন্তত ১৩ জনকে হত্যা করেছে। আর গাজা থেকে ছোড়া রকেট হামলায় ২ শিশুসহ মারা গেছে অন্তত ১০ ইসরাইলি। শনিবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, যতক্ষণ প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। অপরদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া জানিয়েছেন, ইসরাইলি হামলার পাল্টা জবাব দেয়া হবে। রয়টার্স, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
ইসলামের আলো ১৮ মে, ২০২১, ১:২৬ এএম says : 0
আমেরিকার পোষা কুকুর ইজরাইল নামক অবৈধ সন্ত্রাসী রাষ্ট্রটিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে।
Total Reply(0)
Riaz Khan ১৮ মে, ২০২১, ১:২৭ এএম says : 0
নিন্দা জানালে ঈজরাইলের কিছু আসে যায় না ,পারলে অস্ত্র সহ সেনাবাহিনি পাঠান
Total Reply(0)
Mohammad Kamrujjaman Pabna ১৮ মে, ২০২১, ১:২৭ এএম says : 0
অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করুন মুখে নিন্দা করলে ইসরায়েলের কিছু হবেনা।
Total Reply(0)
Fuad Arman ১৮ মে, ২০২১, ১:২৮ এএম says : 0
ওআইসি মুসলমানদের কোন সাহায্য করতে পারে না,ওই সংগঠনের কোন দরকার নেই, ওআইসি বিলুপ্ত ঘোষণা করা হোক
Total Reply(0)
তোফাজ্জল হোসেন ১৮ মে, ২০২১, ১:২৯ এএম says : 0
কিন্তু সেটা কবে নাগাদ নেয়া হবে শুনি।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন