উত্তর : উচিত তো হলো জামাতে সংযুক্ত হওয়া। মাঝে ফাঁক রেখে দূরে না দাঁড়ানো। এসির জন্য অসুবিধা হলে, নামাজের সময় চাদর, রুমাল বা মাফলার ব্যবহার করবেন। কাতার খালি রেখে একাকী বারান্দায় দাঁড়ালে জামাতের আদব রক্ষা হয় না। এতটুকু দূরত্বের কারণে অনেক সময় মুসল্লির নামাজও হয় না। যদি বারান্দায়ও জামাতের কাতার থাকে, তাহলে আপনি এসি রেখে বারান্দায়ও দাঁড়াতে পারেন। আপনার পরিবেশ, পরিস্থিতি কেমন তা বুঝে আমল করুন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন