রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একদিনে ভারতে মৃত্যু ৪ হাজার ১৯৪ জনের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ১২:৩০ পিএম

ভারতের মানুষ যেন আর লাশ বইতে পারছে না। তাই সেখানে সেখানে ফেলে দিচ্ছে। নদীতে-পানিতে ভাসছে লাশ। আর পথে ঘাটেও মিলছে পচা লাশ।

এদিকে ভারতে করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও মৃত্যু চার হাজারের ওপরেই রয়েছে। সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। এ দিন মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন।

করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে টিকাদান কর্মসূচি জোরদার করেছে ভারত। গতকাল একদিনে ১৪ লাখ ৫৯ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৯ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণ কমে আসতে পারে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ থেকে ২০ হাজারে ঠেকবে।

তবে আগাম সংকট প্রসঙ্গে সতর্কও করছেন গবেষকরা। তারা বলছেন, যদি টিকাদান ঠিকমতো না হয় বা সামাজিক দূরত্ববিধি মেনে না চলে সাধারণ মানুষ, সেক্ষেত্রে পাঁচ-ছয় মাস পরে ফের আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন