শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাজপাখির ডানার মত এয়ারপোর্ট উদ্বোধন

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুর্কেমেনিস্তানের রাজধানী অ্যাসগাবাটে উদ্বোধন করা হয়েছে এক নতুন আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেটি দেখতে ঠিক ডানা মেলা বাজপাখির মত। দেশটির জাতীয় বিমান সংস্থার প্রতীকের সঙ্গে মিল রেখে এই ডিজাইন করা হয়েছে। নতুন পাঁচতলা এই এয়ারপোর্ট ভবনটি তৈরিতে কর্তৃপক্ষের খরচ হয়েছে প্রায় আড়াইশ’ কোটি ডলার। যদিও বলা হচ্ছে, প্রতি ঘণ্টায় ১৬শ’র বেশি যাত্রীর আসা-যাওয়া প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষমতা রয়েছে এই এয়ারপোর্টের, কিন্তু স্বৈরতান্ত্রিক শাসন আর বিপুল প্রাকৃতিক শক্তির মজুদের জন্য বিখ্যাত দেশটিতে খুব কম বিদেশীই বেড়াতে যান। ২০১৫ সালের সরকারি হিসাবে এক লক্ষ পাঁচ হাজার জন বিদেশী পর্যটক তুর্কমেনিস্তান ভ্রমণ করেছেন। দেশটিতে ভিসা পাওয়াও বেশ কঠিন। তবে, দেশটির ে প্রসিডেন্ট গুরবাঙ্গুলি বার্ডিমুখামেদভ নিজের দেশের ট্রানজিট দেশ হবার খুব সম্ভাবনা আছে বলে দাবী করেন। বিভিন্ন শৈল্পিক স্থাপনা বা ভবনের জন্য খ্যাতি আছে অ্যাসগাবাটের, শহরে একটি পাবলিশিং হাউজ আছে যার আকৃতি একটি খোলা বই-এর মত। এছাড়া শহরে বর্তমান প্রেসিডেন্ট এবং তার পূর্বসূরীর বিশাল আকৃতির স্বর্ণ মূর্তি রয়েছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন