শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না কুয়েত, বিল পাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৯:৫৮ এএম

দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার কুয়েতের জাতীয় সংসদে গাজা উপত্যকার ওপর সাম্প্রতিক ইসরায়েলের অমানবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিলটি পাস করা হয়েছে।

আন্তার্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কুয়েত জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। ওই অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনি জাতির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তারা বলেন, পূর্ব জেরুজালেম আল-কুদসকে (পূর্ব বায়তুল মুকাদ্দাস) রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে।

কুয়েতের পার্লামেন্টের স্পিকার মারজুক আলী আল-ঘানেম বলেন, ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে দিতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু। তিনি গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান।

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমাদ নাসের আল-মোহাম্মাদ আস-সাবাহ বলেন, ফিলিস্তিনি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, দখলদার ইসরায়েল সম্প্রতি যে জঘন্য অপরাধ করেছে তাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করতে হবে।

তিনি আরও বলেন, দখলদাররা সহিংসতা ও আগ্রাসনের মাধ্যমে আল-কুদস ও গাজায় আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করেছে, অবকাঠামো ধ্বংস করেছে, ফিলিস্তিনি কৃষিজমি ও ফলের বাগানে আগুন দিয়েছে এবং অসহায় নারী ও শিশুদের আর্তচিৎকারকে উপহাস করেছে।

কুয়েতের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আল-সানি শুক্রবার দোহায় বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনোকরম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না।

কুয়েত ও কাতার এমন সময় ফিলিস্তিন ইস্যুতে সমর্থন করে বক্তব্য দিল যখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আরব দেশগুলো ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। সাম্প্রতিক গাজা আগ্রাসনের সময় এই দুই দেশের পাশাপাশি সৌদি আরব ইসরায়েলের নিন্দা জানিয়ে কোনো বক্তব্য দেয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Monjur Rashed ২৯ মে, ২০২১, ১২:১৯ পিএম says : 0
Similar initiative is needed from Saudi Arabia.
Total Reply(0)
ইহসান ইলাহী যহীর ২৯ মে, ২০২১, ১২:৪৯ পিএম says : 0
পৃথিবীর যে প্রান্তেই থাকুক যেকান মুসলিম দেশের জন্য সন্ত্রাসী ইসরাইলের সাথে সার্বিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছি। ইসরাঈল এতোই চীয যে, একসাথে মুসলিম বিশ্বকে হামলা করবে না। কিন্তু একে একে মুসলিম দেশগুলির সাথে হামলা অব্যাহত রাখবে। অতএব হে মুসলিম উম্মাহ! সময় থাকে সাবধান হও!!
Total Reply(0)
Anwar+Ashraf ২৯ মে, ২০২১, ১:৫৮ পিএম says : 0
Thanks a Lot to Kuwaiti Government.
Total Reply(0)
Nizam Khan ২৯ মে, ২০২১, ৫:১৯ পিএম says : 0
ধন্যবাদ জানাই কুয়াতের আমীর সাহেব কে
Total Reply(0)
Sajeed ২৯ মে, ২০২১, ৫:২০ পিএম says : 0
Ma sha Allah
Total Reply(0)
হেদায়েতুর রহমান ২৯ মে, ২০২১, ৫:২১ পিএম says : 0
নিজেদেরকে রক্ষা করতে এখন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প পথ নেই
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন