শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কে আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৪০ বিদেশি গ্রেফতার

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪০ জন বিদেশি নাগরিককে আটক করেছে তুরস্কের সন্ত্রাসবিরোধী পুলিশ। গত রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাডুলু জানায়, ইস্তাম্বুলের ২৩টি স্থানে হানা দিয়ে পুলিশ আফগানিস্তান, ইরান, ইরাক এবং আজারবাইজনের ওই নাগরিকদের আটক করে। আটক সন্দেহভাজনদের কেউ কেউ সিরিয়ার সংক্ষুব্ধ অঞ্চলগুলোতে বেশ কয়েকবার যাতায়াত করেছেন। একবছর ধরে তুরস্কে আইএস এবং কুর্দি বিদ্রোহীরা ধারাবাহিকভাবে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে আসছে। গেল মাস থেকে তুরস্ক সিরিয়ায় আইএসের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান শুরু করে এবং তুর্কি সীমান্ত থেকে আইএস জঙ্গিদের হঠিয়ে দেয়। পাশাপাশি কুর্দি বিদ্রোহীরা যেন আইএসের ফেলে যাওয়া এলাকাগুলোর দখল নিতে না পারে তাও নিশ্চিত করার জন্যেই সিরিয়ায় তুরস্কের এই অভিযান। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী আইএসে হাজারও বিদেশি নাগরিক যোগ দিয়েছেন। এরমধ্যে তুরস্ক, যুক্তরাজ্য, ইউরোপের অন্যান্য দেশ এবং যুক্তরাষ্ট্রের নাগরিকেরাও রয়েছেন। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন