উত্তর : যারা শ্রম কিনেন, তারা যদি আপনাকে এই এখতিয়ার দিয়ে থাকেন যে, আপনি এই টাকার মধ্যে আমাদেরকে শ্রমিক দিন, শ্রমিককে কত দিবেন তা আপনার ইচ্ছা। শ্রমিকরাও যদি এ বিষয়টি জানে যে, শ্রমিক সরবরাহ বা নিয়োগে সহায়তা করে আপনি কিছু কমিশন নিবেন, তারা তাদের শ্রমের পারশ্রমিকের ওপর সম্মত হয়ে কাজে যোগ দেয়, বাকী যত অংশ আপনি নিবেন এতে তাদের কোনো আপত্তি না থাকে তাহলে আপনার এই টাকা বৈধ হবে। এটিও এক ধরণের ব্যবসা ও লাভ। আর যদি যে কোনো পক্ষের অসম্মতিতে এই মধ্যবর্তী কমিশন আপনি নেন, তাহলে এটি বৈধ হবে না। প্রচলিত নিয়মে কর্মী সরবরাহের জামিন বা ব্যবস্থাপক হিসাবে অনেক ক্ষেত্রেই এমন কমিশনের নিয়ম চালু আছে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন