শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘ভোগ’-এর প্রচ্ছদে নোবেলজয়ী মালালা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ১২:০৩ এএম

ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের জুলাই সংখ্যার প্রচ্ছদে এবার দেখা গেল বড়সড় চমক। নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাই-এর ছবি দেখা গেল পত্রিকার কভার পেজে। সঙ্গে ২৩ বছরের সমাজকর্মী, বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার প্রাপক মালালার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ঐতিহ্যশালী এই পত্রিকায়। ফ্যাশন এবং জীবনধারা সংক্রান্ত পত্রিকা ভোগ। খ্যাতনামীরা ছাড়াও সম্প্রতি সেখানে জায়গা করে নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা। মালালার আগে ভোগের প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা এবং মধ্যপ্রদেশের আদিবাসী মহিলা সীতা বসুনিয়া।

নিজের ট্যুইট বার্তায় মালালা নিজেই ভোগের প্রচ্ছদটি শেয়ার করেছেন বলে বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন একটি প্রতিবেদনে জানিয়েছে। ক্যাপশনে মালালা লিখেছেন, ‘যখন সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে, তখন একজন তরুণীর হৃদয়ের শক্তি আমি উপলব্ধি করতে পারি এবং আমি আশা করব, প্রচ্ছদটি দেখা প্রতিটি তরুণী নিজের মধ্যে উপলব্ধি করবেন তাঁদের মধ্যে বিশ্বকে পাল্টে দেয়ার শক্তি রয়েছে।’ লাল-সাদা-নীল তিনরঙের পোশাকে সেজে ভোগ-এর প্রচ্ছদ কন্যা হলেন মালালা। আলোকচিত্রী নিক নাইট মালালার ছবিটি তুলেছেন। একদম নিখাদ পাকিস্তানি কন্যার সাজেই পাওয়া গেল মালালাকে, পরনে সালোয়ার কামিজ, মাথা ওড়না দিয়ে ঢাকান্ড কোনও কিছুতেই নিজের শিকড়ের টান ভোলেন না অক্সফোর্ডের এই কৃতি ছাত্রী। তাঁকে নিয়ে লিখেছেন সাংবাদিক শিরিন ক্যালে। ভোগ ম্যাগাজিনের সম্পাদক এডওয়ার্ড মালালার এই শ্যুটের ঝলক প্রকাশ্যে এনে জানান, ‘আমি যাঁদের মন থেকে অনুসরণ করে চলি, সেই তালিকায় একদম উপরে রয়েছেন মালালা ইউসুফজাই’। ভোগ ম্যাগাজিনের এ বিশেষ এডিশনে দেয়া সাক্ষাৎকারে মালালাও অনেক কথা বলেছেন। বলেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রতিটি মুহ‚র্তকে তিনি চুটিয়ে উপভোগ করেছেন। নিউজ১৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন