শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আসিয়ানের ওপর আস্থা হারিয়েছে মিয়ানমারের ‘ছায়া’ সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০১ এএম

মিয়ানমারে চলমান সংকট সমাধানে আসিয়ানের ওপর আর আস্থা রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা সরকারের বিরোধীরা। আন্তর্জাতিক গণয়ামধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিং অং হ্লায়িংয়ের সঙ্গে আসিয়ানের দুই দূতের সাক্ষাৎ হয়। ওই সময়েই বিরোধীরা সংবাদমাধ্যমকে এমন বক্তব্য দেন। জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী মোয়ে জ ও বলেছেন, আসিয়ানের চেষ্টায় তাদের খুব একটা আস্থা নেই। তিনি আরও বলেন, “আমাদের সব আশাই শেষ হয়ে গেছে। আমি করি না, আসিয়ানের এমন কোনও পরিকল্পনা আছে, যার কারণে ওদের ওপর আমরা আস্থা রাখতে পারব।’’ মিয়ামনারে সামরিক অভ্যুত্থানের পর করণীয় কী, তা নিয়ে আসিয়ানের দেশগুলোর মতবিরোধের মধ্যেই শুক্রবার মিয়ানমার সফরে যান আসিয়ান জোটের চেয়ারপারসন ও মহাসচিব। এর আগে আসিয়ান নেতারা সর্বসম্মতভাবে মিয়ানমারে সহিংসতা বন্ধের জন্য ৫ দফা প্রস্তাব গ্রহণ করেছিলেন। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন