শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নাগরিকত্ব পাওয়া শরণার্থীদের পূর্ণাঙ্গ অধিকার দেয়া উচিত : সারকোজি

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক ফরাসি প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী নিকোলাস সারকোজি বলেছেন, ফ্রান্সে আশ্রয় নেয়া শরণার্থীরা একবার ফ্রান্সের নাগরিকত্ব পেলে তাদের আজীবন দেশটির নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করার অধিকার দেয়া উচিত। একই সাথে ফ্রান্সে হামলার জন্য ইসলামী সংগঠন আইএসের নিন্দা জানান তিনি। প্যারিসের উত্তরাঞ্চলে ফ্রাঙ্কনভিলের সুবারবে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। ২০১৫ সালের জানুয়ারি মাসের পর থেকে ফ্রান্সে সংঘটিত হামলাগুলোতে হতাহতদের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি কোনো অবস্থাতেই এ জাতীয় ঘটনায় নিষ্ক্রিয় থাকব না। সারকোজি ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষমাহীন যুদ্ধ ঘোষণা করেন। সারকোজি তার জনসভার আলোচনায় ফ্রান্সে বুরকিনি নিষিদ্ধ নিয়ে বলেন, আমি এটা মেনে নিব না। ফ্রান্সের কান, রিভেইরাসহ বিভিন্ন শহরে বুরকিনি নিষিদ্ধ করা হলেও আগস্টে দেশটির সর্বোচ্চ আদালত ওই নিষেধাজ্ঞাকে বেআইনি বলে আখ্যায়িত করে। এর মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করে নিষেধাজ্ঞা বহাল রাখে। সারকোজি বলেন, ২০১৭ সালে নির্বাচনে ক্ষমতায় গিয়ে ভালো কাজের মধ্য দিয়ে আবারও নিজেকে উপস্থাপন করতে চান। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন