শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জলবায়ু : নতুন তহবিল কমনওয়েলথের

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝুঁকিতে থাকা ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য নতুন একটি তহবিল চালু করেছে কমনওয়েলথ। মঙ্গলবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে এই তহবিলের উদ্বোধন করেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। মরিশাসের প্রধানমন্ত্রী আনিরুদ জগনাথও এ সময় উপস্থিত ছিলেন। দ্য কমনওয়েলখ ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকসেস হাব নামের এই তহবিলে ২০২০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে কমনওয়েলথের এক বিবৃতিতে বলা হয়েছে। প্যারিস জলবায়ু চুক্তির কয়েক মাসের মাথায় নতুন এই তহবিল চালু করা হল। কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোও (৫৩টি সাবেক ব্রিটিশ উপনিবেশ) অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে গত বছরের ডিসেম্বরে প্যারিস চুক্তিতে সই করেন। চুক্তিতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তার জন্য গঠিত তহবিলে দ্রুত শিল্পোন্নত দেশগুলোরপ্রতিশ্রুত অর্থ দেওয়ার আহ্বান জানানো হয়। নতুন জলবায়ু তহবিল নিয়ে কমনওয়েলথ মহাসচিব স্কটল্যান্ড বলেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে প্যারিস চুক্তি কার্যকরের পথে এটা বাস্তবে একধাপ এগিয়ে যাওয়া। জলবায়ু পরিবর্তনের ক্ষতির উপর আলোকপাত করে প্যাট্রিসিয়া দাতা দেশগুলোর তহবিল গঠনে সাড়া দেয়ায় সন্তোষ জানান। সেইসঙ্গে অর্থ ছাড়ে তাদের দীর্ঘসূত্রতারও সমালোচনা করেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন