স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভিআইসি চালু হলে ফিটনেস টেস্টের জন্য যানবাহন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সেন্টারে আনতে হবে।
বর্তমানে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল টেস্ট চালু হলে যানবাহন ব্যবস্থাপনায় আরো অগ্রগতি হবে। ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস টেস্টের জন্য রাজধানীর মিরপুরে স্থাপন করা হয়েছে ভেহিকল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি)। আগামী ৩০ অক্টোবর ভিআইসি উদ্বোধন করা হবে।
গতকাল বুধবার মিরপুরে বিআরটিএ অফিস পরিদর্শনকালে তিনি এসব কথা জানান। তিনি আরো বলেন, ভিআইসি স্থাপনের মধ্যে দিয়ে দেশের পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে। সম্প্রতি নানা ব্যবস্থা নেয়ার ফলে বিআরটিএর সেবার মান বেড়েছে। কিন্তু দালালদের দৌরাত্ম্য এখনো রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।
এছাড়া কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিস আকস্মিক পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা করা একটি চ্যালেঞ্জ। এ খাতে কর্মরত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা-কর্মচারীদের কোনো অনিয়ম-গাফিলতি সহ্য করা হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন