শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ ও গতিশীল করুন আবুধাবিতে বাংলাদেশি সুইস গ্যালারীর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৫:০৬ পিএম

দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবুজাফর বলেছেন, আরব আমিরাতে ২০ সহস্রাধিক বাংলাদেশি মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারী ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। যাতে লক্ষাধিক দেশি শ্রমিক কর্মরত রয়েছেন। তিনি বলেন, প্রবাসীরা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করে দেশী কর্মীদের যেমন কর্মসংস্থান সৃষ্টি করছেন, তেমনি আমিরাত থেকে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন। তিনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে এ ধারা অব্যাহত রেখে আরো নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করে দেশি কর্মীদের কর্মসংস্হান সৃষ্টি করার পাশাপাশি দেশেও ব্যাপকভাবে বিনিয়োগ করার আহবান জানান। গত বুধবার আবু ধাবির সর্ববৃহৎ অভিজাত বিপণী ডেলমা মলে বাংলাদেশি মালিকানাধীন প্রথম প্রতিষ্ঠান ‘সুইসগ্যালারীর’ (বিশ্বের নামিদামি ব্র্যান্ডেড পারফিউমস, ঘড়ি, চশমা ও প্রসাধনসামগ্রীর দোকান) উদ্বোধনকালে এ আহবান জানান তিনি।
এ সময় বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর চৌধুরী, জনতা ব্যাংকের সিইও আমিরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ শিল্পনগরী মোসাফফা শাখার সাবেক সভাপতি নাজিমউদ্দিন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন